- সন্ত্রাসী কতৃর্ক হামলায় ভাংচুরের প্রতিবাদে সংবাদ ধনবাড়ীতে সংবাদ সম্মেল - November 11, 2024
- আওনা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান হিসেবেমিনারা বেগম এর দায়িত্ব গ্রহণ - November 11, 2024
- ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে গেল জগদ্ধাত্রী পূজা - November 11, 2024
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৭নং কামরাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বারদের নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে পুনঃনির্বাচনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
জানা যায়, সোমবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে কামরাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে শুয়াকৈর পূর্বপাড়া রাস্তায় দাড়িয়ে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ মিজানুর রহমান মিন্টুসহ বক্তারা বলেন, পাঁচবাড়ি ডিগ্রি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ইউপি সদস্য পদে মোরগ প্রতীকের প্রার্থী মোঃ মিজানুর রহমান মিন্টু, ফুটবল প্রতীকের প্রার্থী শহীদুল ইসলামের চেয়ে ভোট বেশি পেলেও মিন্টুর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে প্রিজাইডিং অফিসারের যোগসাজশে তাদের ইচ্ছামত ভোট কারচুপির মাধ্যমে অপর প্রার্থী শহিদুল ইসলাম ফুটবল প্রতিককে বিজয়ী ঘোষনা করে। যার প্রতিবাদে এলাকাবাসী পুনঃভোট গ্রহণের দাবী জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন। একই সাথে দায়িত্বে থাকা অসাধু প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান এলাকাবাসী।
মেম্বার প্রার্থী মিন্টু মিয়া বলেন, বিষয়টি নিয়ে এলাকার জনগণ মনে করছে ভোট কারচুপি হয়ছে। এ বিষয়ে তিনি জামালপুর জেলা প্রশাসক, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচন অফিসারসহ উপজেলার বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে আবেদন করেছেন।
তিনিসহ উপস্থিত নেতৃবৃন্দ পুনঃরায় নির্বাচনের জন্য দাবী জানান। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মোরগ প্রতিকের প্রার্থী মিজানুর রহমান মিন্টু, এজেন্ট সোহেল রানা, সাবিনা আক্তার খুশী, ফাহিমা আক্তার প্রমূখ।
উক্ত মানববন্ধনে এলাকার প্রায় ৬ শতাধিক ওই ওয়ার্ডের নারী ও পুরুষ ভোটারসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন। অত্র কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নিকট একাধিকবার ফোন করেও তাকে ফোনে পাওয়া যায়নি।
উল্লেখ্য, ওই কেন্দ্রে শুয়াকৈর পূর্বপাড়া গ্রামের ১ হাজার ৪শত ভোট রয়েছে। সেখানে মোরগ প্রতিক নিয়ে মিজানুর রহমান মিন্টু পেয়েছেন ৫১২ ভোট ও ফুটবল প্রতিক নিয়ে শহিদুল ইসলাম পেয়েছেন ৫৫৫ ভোট।
Comments are closed, but trackbacks and pingbacks are open.