আরও ২৭৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

দেশে গত এক দিনে মহামারি করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত এক দিনে শনাক্ত হয়েছেন ২৭৫ জন। আর সুস্থ হয়েছেন ২২৪ জন।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২.০১ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জন। এর বিপরীতে মোট শনাক্তের হার ১৩.৯২ শতাংশ।

গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৪ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৭ হাজার ১৮০।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক দিনে যিনি মারা গেছেন তিনি একজন পুরুষ। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৫৬ জন।

করোনায় মোট মৃত নারীর সংখ্যা ১০ হাজার ১০৬ জন। আর মারা যাওয়া পুরুষের সংখ্যা ১৭ হাজার ৯৫০ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর থেকে দুই দিন বাদে প্রতিদিনই মহামারিতে মৃত্যু ও শনাক্ত দেখেছে বাংলাদেশ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.