৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার খালে পড়ে নিখোঁজ সেই ব্যক্তি

রাজধানীর মিরপুর ১২ নম্বরের কালশী এলাকায় সুয়ারেজ লাইনের খালে পড়ে নিখোঁজ ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ছয় ঘণ্টা পর বৃহস্পতিবার বিকাল ৩টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করে। এরপর তাকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জীবিত উদ্ধারের বিষয়টি বিডি২৪লাইভকে নিশ্চিত করেছেন মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার।

এর আগে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সদরদফতরের মিডিয়া সেলের স্টেশন অফিসার মোঃ রায়হান জানান, সকাল ৯টায় কালশী এলাকার সুয়ারেজ লাইনের একটি ড্রেনে পড়ে ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন- এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি ইউনিট উদ্ধার কাজ চালায়। এর আগে, সকাল ৯টার দিকে মিরপুরের কালশী এলাকায় ২২তলা গার্মেন্টসের পাশে সুয়ারেজের খালে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হন।

নিখোঁজের পর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানিয়েছিলেন, স্থানীয়রা বলেছেন, ওই এলাকায় একজন ভবঘুরে লোক ড্রেনে সাঁতার কাটতে থাকেন। একপর্যায়ে স্রোতের কারণে তিনি ডুবে যান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.