গুড়ার শেরপুরে পূজামণ্ডপে বিদ্যুতস্পৃষ্টে নিহত ৩ আহত ১ জন

সেলিম রেজা, শেরপুর (বগুড়া) থেকেঃ  বগুড়ার শেরপুরে পূজামন্ডপের আলোকসজ্জার কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুরকুটা গ্রামের মৃত বীরজ চন্দ্র মাহাতোর ছেলে ক্ষিতিশ চন্দ্র মাহাতো ওরফে গুদু (৫০), একই এলাকার মৃত বিমাল চন্দ্র মাহাতোর ছেলে পলাশ চন্দ্র মাহাতো (৪০) ও চান মাহাতোর ছেলে ক্ষিতিশ চন্দ্র (৩৬)।
এ ঘটনায় ক্ষিতিশ মাহাতোর ছেলে রুবেল মাহাতো (৩২) গুরুতর আহত হয়েছে।
চুরকুটা পূজামন্ডপ কমিটির সভাপতি রানা মাহাতো জানান, সকাল ৮টার দিকে পূজামন্ডপের বাইরে রাস্তায় লাইটিং এর জন্য কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যায় ক্ষিতিশ। পরে তাকে বাঁচাতে এগিয়ে আসে অন্যরা। এসময় ঘটনাস্থলেই সবাই মারা যায়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আমি ঘটনাস্থলেই আছি। তিনজন মারা গেছেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.