রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ভাই-ভাবিসহ একই পরিবারের চারজনক পিটিয়ে আহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ভাই-ভাবিসহ একই পরিবারের চারজনক পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার আতলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মিজানুর রহমান জানান, তার ভাই আমিনুল ইসলাম ও তার স্ত্রী লুৎফা বেগমের সঙ্গে প্রায় সময় মিজানুর রহমানের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধে চলে আসছিল। ভাই আমিনুল ও লুৎফা বেগম মিলে তাদের উপর প্রায় অত্যাচার চালাতো। গত বুধবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে ভাই আমিনুল, লুৎফা বেগম ও তানভীরসহ অজ্ঞাত ২/৩ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমিনুল মিজানুর রহমানের উপর হামলা চালিয়ে তাকে মারধর শুরু করেন।

এসময় মিজানুর রহমানের স্ত্রী সাজেদা বেগম, মেয়ে তানজিলা আক্তার, ফাহিম ভুইয়া বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাদের এলোপাথারিভাবে পিটিয়ে আহত করেন। এক পর্যায়ে প্রতিপক্ষ তানজিলা আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করেন। এসময় তারা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়।

তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। আহতরা তাদের উদ্ধার করা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত মিজানুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.