কিশোরগঞ্জে কোচিং সেন্টার খোলা রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সামসুজ্জামান সুমন নিজস্ব প্রতিবেদকঃ

সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখার অপরাধে নীলফামারীর কিশোরগঞ্জে গ্রামীণ ফোন টাওয়ার রোডে অবস্থিত কিশোরগঞ্জ পাবলিক স্কুলকে ১০ হাজার ও মাস্ক না পরায় এক ব্যক্তিকে ১০০ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাকিবুজ্জামান রাকিব।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল ৯ ঘটিকায় উপজেলার গ্রামীণ ফোন টাওয়ার রোডে অবস্থিত কিশোরগঞ্জ পাবলিক স্কুলে কোচিং সেন্টারে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাকিবুজ্জামান রাকিব।
রাকিবুজ্জামান রাকিব জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলকভাবে সরকার সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং ও প্রাইভেট সেন্টার বন্ধ ঘোষণা করেছে। সেই নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার কার্যক্রম অব্যাহত রাখায় উক্ত প্রতিষ্ঠানকে ১৮ বিধির ২৬৯ ধারায় ১০ হাজার ও মাস্ক না পরায় এক ব্যক্তিকে ১০০ টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারী রূপ ধারণ করার পরিপ্রেক্ষিতে আমাদের দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি কোচিং সেন্টারও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এবং এই অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.