কানের দুলের ভেতরে ২২ লাখ টাকার মাদককানের ২০০ গ্রাম হেরোইন

জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে প্রায় প্রতিদিনই অবৈধ ও নিষিদ্ধ জিনিসপত্র ধরা পড়ে। মাঝে মাঝে পাচারের অভিনব পন্থা দেখে চমকে উঠতে হয়। এবার কানের দুলের ভেতর পাওয়া গেল মাদক। শুক্রবার এ তথ্য জানিয়েছে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ।

ডয়চে ভেলে জানায়, অতি পরিচিত এই অলংকারের ভেতর লুকানো ছিল প্রায় ২২ হাজার ইউরো মূল্যের মাদক, বাংলাদেশি মুদ্রায় ২২ লাখ টাকারও বেশি।

কানের দুলে লুকানো ছিল ২০০ গ্রাম হেরোইন। আর একটি ছোট্ট টুলের ভেতরে ছিল ১২০০ গ্রাম অ্যাম্ফিটামিন ছিল। মাদকসহ দুটো প্যাকেটই আফ্রিকা থেকে কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়েছে। বিমানবন্দরে প্যাকেটগুলো স্ক্যান করার সময় কাস্টমস অফিসারদের সন্দেহ হওয়ায় খোলা হয়। যদিও ভেতরে হস্তশিল্পের পণ্য থাকার কথা প্যাকেটের গায়ে স্পষ্ট করে লেখা ছিল কিন্তু ভেতরে পাওয়া গেল মাদক।

মাদকসহ প্যাকেট দুটো ৩০ ডিসেম্বর ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পৌঁছায়। তবে শুল্ক বিভাগ জানায়, কৌশলগত কারণে বিষয়টি এত দিন গোপন রেখে শুক্রবার প্রকাশ করেছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.