চাঁদপুর মতলব দক্ষিনে গাঁজা নিয়ে ভাগাভাগি করতে গিয়ে সিএনজিসহ তিন যুবকে আটক করেছে পুলিশ

স্বাধীন বাংলা নিউজ টিভি স্টাফ রিপোর্টার মো:তপছিল হাছান: মতলব পৌরসভার বাপপুতের দোকান এলাকা থেকে গাঁজা ও সিএনজিসহ ৩ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে স্থাণীয় জনতার সহযোগীতায় তাদের আটক করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত (১৩ডিসেম্বর)সকাল দশ ঘটিকা সময় মতলব পৌরসভার (বোয়ালিয়া) দক্ষিণ নলুয়া প্রধানীয়া বাড়ির সামনে দিয়ে গাঁজার চালান যাওয়ার সময় মাদক ব্যবসায়ীক (১) হাসেম খানের সহযোগীতায় ও (২) শিব্বির আহমেদ সিএনজিটি কে আটক করেন (৩)মোঃ আরিফুল ইসলাম (২২), পিতা- খলিলুর রহমান, মাতা- হাজেরা বেগম স্থায়ী : গ্রাম- বালিথুবা, উপজেলা,থানা- ফরিদগঞ্জ তাদের মধ্যে ভাগাভাগি করতে গিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে তখোন সিএনজিতে থাকা প্রায় বিশ কেজি পরিমান প্লাস্টিকের সাদা একটি গাঁজার বস্তার থেকে (১)হাশেম খান (২) সিব্বির আহমেদ সরিয়ে ফেলেন (৩)আরিফ হোসেনের গাজার বস্তা থেকে আর ওই সময় এলাকা থেকে কিছু অসাধু ব্যক্তিগুন মতলব মোবাইল মোটো ফোনে ফোন কারেন দক্ষিণ থানায় কর্মরত এসআই,মোঃ গোলাম মোস্তফা কাছে তখোন এসআই,মোঃ শাহআলম, এএসআই,মোঃ রফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক উদ্ধার বিশেষ পরিচালনা করিয়া অত্র থানাধীন মতলব দক্ষিণ থানাধীন দক্ষিণ নলুয়া সাকিনে বাপ-পুতের দোকান নামক স্থান মহসিনের চা দোকানের সামনে জান, কিন্তু যাওয়ার পরে গোপন সূত্রে জানতে পারেন এলাকার দুই মাদোক ব্যবসায়িকরা বস্তা থেকে কিছু গাজা সরিয়ে ফেলেছেন জানতে পেলে মতলব দক্ষিন থানা পুলিশ ঘটনাস্থল থেকে মাদক ব্যাবসায়ী অন্নদাতা (১) হাসেম (২) সিব্বির (৩)আরিফ হোসেনকে আটক করে গাঁজা সিএনজি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ৬ কেজি গাঁজা, মূল্য অনুমান-৬০ হাজার টাকা হাতেনাতে ধৃত করিয়া মতলব দক্ষিণ থানার মামলা নং-১১,তাং-১৩,১২,২০২০ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (খ) রুজু করা হয়েছে এবং আগামি কাল (১৪ডিসেম্বর) সকাল ১০ঘটিকা সময় চাঁদপুর কোর্টে প্রেরণ করা হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.