মাত্র চার মাসের মধ্যে কিশোরগঞ্জবাসীর কাছে প্রিয় ব্যক্তি হয়েছেন ওসি আউয়াল

নীলফামারী থেকে সামসুজ্জামান সুমন ঃ মাত্র চার মাসের মধ্যে কিশোরগঞ্জ উপজেলারবাসীর কাছে প্রিয় ব্যক্তি হয়েছেন ওসি আব্দুল আউয়াল। তিনি সততা,মেধা,বিচক্ষনতা,কর্মদক্ষতা ও মানবিকতার মাধ্যমে শান্তিকামী মানুষের মন জয় ও পুলিশ বিভাগের ভাবমুর্তি উজ্জল করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তথ্য অনুসন্ধানে জানাযায়,সর্বপ্রথম তিনি থানাকে সাধারন মানুষকে সেবা ও নিরাপত্তা নিশ্চিত করেন। মাদক কারবারী ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিসহ বিভিন্ন জনকল্যানমুখী কাজের মাধ্যমে বেশ প্রশংসা অর্জন করেছেন। সাধারন মানুষকে যেন কোনরকম হয়রানি শিকার হতে না হয় তার জন্য তিনি ভূক্তভোগীদের কথা শুনে দ্রুত সমস্যার সমাধান দিয়ে থাকেন। তিনি থানায় যোগদানের পর শান্তিকামী মানুষের মধ্যে শ্রদ্ধাপ ও আস্থা ফিরে এলো। তার এই সততা,অক্লান্ত পরিশ্রমের ফলে মাদক নিয়ন্ত্রন ও আইনশৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে। তাই মানুষের মুখে শোনা যায় তার প্রশংসার কথা।

ভুক্তভোগীরা জানান,প্রতিটি গ্রামের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রন,থানায় জিডি ও মামলা করতে কোন টাকা লাগে না। তিনি যেন একজন মানবতার ফেরিওয়ালা। তিনি কিশোরগঞ্জ থানায় যোগদান করেন ০৮/০৮/২০২০ইং তারিখে।তার যোগদানের পর মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা তার নেতৃত্বে গ্রেপতার হয়েছে বলে জানাযায়। তার আতঙ্কে এলাকার অপরাধী ও সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে বলে জানান অনেকেই। মোঃ ওসি আউয়াল বলেন দেশের প্রতিটি থানার ওসি যদি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে তাহলে আমাদের সোনার বাংলাদেশ মাদক,দুনীতি ও সন্ত্রাসমুক্ত হবে। তবে এদেশ গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। তিনি আরোও বলেন মুজিবর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে দিন রাত মানুষের সেবা নিশ্চিত করে চলছে। তাই কিশোরগঞ্জ থানার মহান ওসি আউয়ালকে হাজারো সালাম জানান শান্তিকামী কিশোরগঞ্জ উপজেলাবাসী ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.