বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক নদীতে, নিহত ৩

রাঙামাটির কুতুকছড়ি এলাকায় পাথর বোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে রাঙামাটি ও খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে পাথর বোঝাই ট্রাকটি ব্রিজ ভেঙে নদীতে ডুবে গেলে ট্রাকে থাকা ৩ জনের মৃত দেহ উদ্ধার পরে স্থানীয় সাধারণ মানুষ ফায়ার সার্ভিস দল। তবে এখনও নাম পরিচয় জানা সম্ভব হয়নি। নিহতর বিষয় নিশ্চিত করেছেন রাঙামাটি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন।

রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেল্লাল হোসেন জানান, পাথরবোঝাই একটি ট্রাক ডুবে যাওয়া খবর শুনে আমরা ঘটনাস্থলে এসে দুই জনের লাশ উদ্ধার করি। আমাদের আসার আগেই স্থানীয় লোকজন একজনের লাশ উদ্ধার করে। মোট তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রাঙামাটি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, চট্টগ্রাম থেকে পথরবোঝাই ট্রাকটি কুতুকছড়ি বেইলি ব্রিজ ভেঙে তিন জনের মৃত্যু হয়। রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ আরেফিন জানান, ট্রাকটিতে ওভার লোড পাথর বোঝাইয়ের কারণে ব্রিজটি ভেঙে গেছে। আমরা পরীক্ষা নীরিক্ষা করছি। ব্রিজটি পুরো পাটাতন খুলে আবার নতুন করে বসাতে হবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে যান চলাচলা শুরুর চেষ্টা করছি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.