আইনের বাতিঘর মিজানুর রহমান খানের মৃত্যুতে প্রেসক্লাব সভাপতির শোক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে সংবিধান ও আইন-আদালত বিষয়ক সাংবাদিকতার বাতিঘর মিজানুর রহমান খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেইজে তিনি শোক প্রকাশ করেন।

তিনি লিখেছেন, ‘মিজানুর রহমান খানের মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। একজন আপাদমস্তক সাংবাদিকের বড় অসময়ে চলে যাওয়া। পেশাগতভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হলাম। গভীর শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

গত ২৭ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে সমস্যা বাড়লে গত ১০ ডিসেম্বর তাঁকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসা করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আজ সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

তাঁর পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ও সকাল সাড়ে ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ কর্মস্থল দৈনিক প্রথম আলো অফিসে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে বাদ যোহর তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.