ফেসবুকে মেয়ের অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেয়ায় জামাইয়ের বিরুদ্ধে শাশুড়ির মামলা

এস.এম আব্দুর রাজ্জাক:

হবিগঞ্জের চুনারুঘাটে স্ত্রীর অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ায় জামাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন শাশুড়ি। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে ওই স্ত্রী মা চুনারুঘাট থানায় মেয়ের জামাই জাবেদ ভূঁইয়াসহ তার বাবা মুক্তার ভূঁইয়া ও মা নুরবানুসহ অজ্ঞাত দু-তিনজনের নামে মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের জুলাই ভিকটিমের সঙ্গে বিয়ে করেন জাবেদ ভূঁইয়া। এরপর থেকে সে শ্বশুর বাড়িতেই থাকতেন। পরে তার স্ত্রীকে জর্ডানে পাঠান জাবেদ। জর্ডান প্রবাসী স্ত্রীর প্রায় সাড়ে তিন লাখ টাকা জাবেদের কাছে পাঠান। জাবেদ আরও টাকা পাঠাতে চাপ দিলে হিসাব জানতে চান স্ত্রী। এতে ক্ষিপ্ত হয়ে গোপনে তোলা রুবির সঙ্গে অন্তরঙ্গ ছবি একের পর এক ভুয়া আইডি দিয়ে ফেসবুকে পোস্ট করতে থাকেন।

ভুক্তভোগী প্রবাসী গৃহবধূর সঙ্গে যোগাযোগ করলে জানান, জাবেদ ভূঁইয়া ইয়াবা ও মাদকসেবী। কিছুদিন আগে সে আন্তঃজেলা মোটরসাইকেল চোরাকারকারির সঙ্গে আটক হয়ে কারাগারে ছিল। বিয়ে করে টাকা হাতিয়ে নিয়ে সে এখন বিয়েও অস্বীকার করছে। আমাদের সহবাসের ছবি ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে।

চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.