- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
- আলীকদমের কৃষকরা পান চাষে স্বাবলম্বী - November 13, 2024
বরিশাল প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে ধর্ষক ও তার এক সহযোগীর বিরুদ্ধে ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ধর্ষণের শিকার নারী বাদী হয়ে প্রধান অভিযুক্ত আনিচুর রহমান ভাট্টি ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
থানার অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার মামলার বরাতে জানান, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের মৃত ছাদেক ভাট্টির ছেলে আনিচুর রহমান ভাট্টি (৪৫) ও একই গ্রামের মৃত নজের আলী হাওলাদারের ছেলে মো. হালিম হাওলাদার (৫৫) চলতি বছরের ২ জানুয়ায়ি রাতে মিথ্যা কথা বলে পুলিশ তাদের ধরতে এসেছে জানিয়ে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে আশ্রয় চান। এসময় আনিচুর রহমান প্রবাসীর স্ত্রী ঘরে প্রবেশ করা মাত্র তার সহযোগী হালিম হাওলাদার বাহির থেকে তাদের ঘরের দরজা বন্ধ করে দেন।
এরপর রাত সাড়ে ১১টার দিকে ওই নারীকে ধর্ষণ করে সে। কিন্তু সম্মানের ভয়ে গৃহবধূ ধর্ষণের ঘটনা কাউকে না জানিয়ে চুপচাপ থাকেন। আনিচ তার মুঠোফোনে ধর্ষণের ছবি-ভিডিও ধারণ করে রেখেছে জানিয়ে ভয়ভীতি দেখিয়ে গত ১০ মাস ধরে ওই নারীকে ধর্ষণ করে। ইন্টারনেটে ধর্ষণের ভিডিও ছেড়ে দেয়ার হুমকি দিয়ে মাছের ঘের করার অজুহাতে ওই নারীর কাছ থেকে ৩৫ লাখ টাকা ধার নেয় আনিচ।
সবশেষ গত ১১ নভেম্বর সন্ধ্যার পর নির্যাতিতাকে শ্লীলতাহানি করে আনিচ ও তার সহযোগী হালিম। গৃহবধূর চিৎকারে তার ১৫ বছর বয়সের ছেলে তাকে রক্ষা করে। এরপর আনিচ তার অশালীন ছবি ও ভিডিও ফেসবুকে গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফোরকান জানান, নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.