সরিষাবাড়িতে ৫ হাজার ৫’শ কৃষক পাবে সরিষা বীজ ও সার

সরিষাবাড়ি প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়িতে চলতি মৌসুমে ৫হাজার ৫’শ কৃষক পাবে সরিষা বীজ ও সার। ১৫ নভেম্বর রবিবার সকাল থেকে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে উপজেলা সিনিয়র কৃষি অফিস কৃষকদের মাঝে সার ও সরিষা বীজ বিতরণ শুরু করেছে।
সরিষাবাড়ি কৃষি অফিস সূত্রে প্রকাশ, চলতি মৌসুমে বাংলাদেশ সরকারের কৃষি পূণর্বাসন কর্ম সূচীর আওতায় উপজেলার ৫ হাজার ৫’শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণের জন্য বরাদ্ধ আসে।

জন প্রতি কৃষক এক কেজি সরিষা বীজ, ১০কেজি ডি এ পি সার ও এম ও পি সার পাবে ১০ কেজি করে। উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের পৃষ্টপোষকতা ও উপসহকারী কৃষিকর্মকর্তা শরিফুল ইসলাম লিটনের সহযোগীতায় রবিবার সকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কমকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের কমকর্তাগণ উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ শুভ উদ্ধোধন করেন। মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান রাষ্ট্রিয় কাজে ব্যস্ত থাকায় এ সময় তাঁর পক্ষে স্থানীয় প্রতিনিধি সাখাওয়াতুল আলম মুকুল উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারী নির্দেশনানুযায়ী জনপ্রতি কৃষককে ১০ কেজি এম,ও,পি সার এবং ১০কেজি ডিএপি সার এবং এক কেজি সরিষাব বীজ বিতরণ করা হচ্ছে। ৮টি ইউনিয়ন ও পৌরসভার মোট ৫ হাজার ৫’শ জন কৃষককে কৃষি পূণর্বাসন সহায়তা দেয়া হবে। গত বছর ২ হাজার ৬’শ জন কৃষক সরকারী কৃষি সহায়তা পেয়েছে। এ বছর পাবে ৫ হাজার ৫’শ জন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.