- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
- আলীকদমের কৃষকরা পান চাষে স্বাবলম্বী - November 13, 2024
এস.এম আব্দুর রাজ্জাক
টাংগাইলের ধনববাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার(ভূমি) অফিসারের কার্যালয়ের কর্মরত কর্মচারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচীর আওতায় সোমবার সকাল ৯ টা থেকে ৫টা পর্যন্ত কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে। কমিটি ঘোষিত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ের কর্মরত কর্মচারীদের গ্রেড(১৩-১৬) পদবি পরিবর্তন ও গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মসূচি সমূহ পালন করেছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ের কর্মচারীগন কর্ম বিরতি পালন করেন।
অন্য দিনের নেয় সাধারণ মানুষ নানা কাজে উপজেলা প্রশাসনের অফিসে এসে ফিরে যেতে দেখা যায়।কর্ম বিরতি পালন কারিরা জানান,এক দেশে দুই নিয়ম,যারা বিভিন্ন মন্ত্রমালয় চাকরী করেন তাদের বিভিন্ন ভাবে পদ পদবি পরিবতন ও গ্রেড উন্নীতি করন করা হচ্ছ। আর যারা একই পেশায় কাজ করে তাদের ৩৪ বছরেও পরিবত করা হচ্ছে না।
Comments are closed, but trackbacks and pingbacks are open.