মধুপুরে নিখোজের ৬ মাসেও সন্ধান মিলেনি শিশু বায়োজিদের

মো: আ: হামিদ বিষেষ প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে নিখোজের ৬ মাস অতিবাহিত হলেও সন্ধান মিলেনি শিশু বায়োজিদের। নিখোজ মো: বায়োজিদ হোসেন শান্ত(১১) মধুপুর পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের টেংরী গ্রামের মো: বিল্লাল হোসেনের এক মাত্র ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বায়োজিদ গোপালপুর উপজেলার শাজানপুর মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। সে প্রায় ৬ মাস পুর্বে গত ২১/০৮/১৯ ইং বিকেল ৫টার দিকে এলাকার টেংরী সিএমবি মাঠে খেলাধুলা করার জন্য বের হয়ে যায়। বিকাল গড়িয়ে সন্ধা পর্যন্ত বাড়ী না ফিরলে খোঁজা খুজি শুরু হয়। বায়োজিদের মা শামীমা নাসরিন কান্না জড়িত কন্ঠে প্রতিবেদকের মাধ্যমে দেশবাসীকে বলেন আপনারা আমার ছেলেকে খুঁজে বের করে আমার বুকে ফিরিয়ে দিন। তার পিতা মো: বিল্লাল হোসেন তার ছেলেকে খুঁজে বের করতে সকলের সহযোগিতা চেয়েছেন। নিখোঁজের তিন দিন অতিবাহিত হওয়ার পর তার কোন সন্ধান না পেয়ে তার পিতা মো: বিল্লাল হোসেন মধুপুর থানায় নিখোঁজ সাধারণ ডাইরি করেছেন। যাহার নং- ৮৭৫, তারিখ: ২৪/৮/২০১৯ নিখোঁজ মো: বায়োজিদ হোসেনের সন্ধান পেলে নিকটস্হ থানা অথবা নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন পরিবারের লোকজন। যোগাযোগ:০১৭৬৮৪৮৪৩৯৫(পিতা নাম্বার) ০১৭৭৭-৩১৭১০৩( মাতার নাম্বার) বর্ননায়:-উচ্চতা ৪ ফুট ৫ ইন্চি,গায়ের রং শ্যামলা , মুখ মন্ডল গোলগাল,। সে টাঙ্গাইলের মধুপুরের আন্চলিক ভাষায় কথা বলে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.