ভারতের বিয়ে করতে এসে ঘরে বন্দি চীনা নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্ক চলছে। চীন থেকে ছড়ানোর কারণে চীনাদের প্রতি অন্যান্যদেশ বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে। এমন অবস্থায় ভারতে বিয়ে করতে এসে বিপাকে পড়েছেন এক চীনা নাগরিক। এনডিটিভি জানিয়েছে, দু’সপ্তাহ আগে চীন থেকে ভারতের আসেন এক যুবক। সাস্থ্য কর্মকর্তাদের অনুরোধে তাকে নিজের বিয়ে স্থগিত করতে হয়েছে। এই যুবককে নিজের ঘরেই থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। কেরালার একটি গ্রাম পঞ্চায়েতে গত মঙ্গলবার তার বিয়ে হওয়ার কথা ছিল।পঞ্চায়েতের একটি সূত্র জানায়, আমরা তেসরা ফেব্রুয়ারি জানতে পারি বিয়ের কথা, স্বাস্থ্য নিরীক্ষক তৎক্ষণাৎ জেলা চিকিৎসক তাদের সঙ্গে যোগাযোগ করে, তারপরই নির্দেশককে আমরা একটি চিঠি পাঠাই।

তিনি জানিয়েছেন, কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিবারটি বিয়ে স্থগিত করে। ওই যুবক চীনের উহান থেকে ১৫ হাজার কিলোমিটার দূরে ইউবিতে অ্যাকাউন্ট্যান্ট এর চাকরি করেন। তিনি ১৯ শে জানুয়ারি কোচি বিমানবন্দরে পৌঁছান। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে করোনাভাইরাসে সবথেকে বেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।ভারতের স্বাস্থ্য কর্মকর্তারা তাকে জানিয়েছেন, সরকারের দ্বারা জারি করা স্বাস্থ্য নির্দেশ অনুসারে তিনি বিয়ে করতে পারবেন না। কারণ চীন থেকে আসা মানুষদের স্বাস্থ্য আধিকারিকদের বিষয়টি জানাতে হবে এবং ২৮ দিন পর্যন্ত ঘরেই থাকতে হবে।কেরালা রাজ্যে করোনার আশঙ্কায় ২৩২১ জনকে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ১০০ জনকে চিকিৎসা দিতে বিভিন্ন হাসপাতাল তৈরি করে রাখা হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.