অভিযোগ-গুজব ছাড়াই প্রথমদিনের এসএসসি পরীক্ষা সম্পন্ন যানজটে বিলম্ব এসএসসি পরীক্ষার্থীদের গুগল আপনার তথ্য নিচ্ছে, নিরাপদ থাকতে যা করবেন ‘মাতৃগর্ভে থাকা সন্তানের লিঙ্গপরিচয় প্রকাশ কেনও অবৈধ নয়’ ক্রিকেটারের পর এবার নায়ক অভিযোগ-গুজব ছাড়াই প্রথমদিনের এসএসসি পরীক্ষা সম্পন্ন

অভিযোগ-গুজব ছাড়াই প্রথমদিনের এসএসসি পরীক্ষা সম্পন্ন
অভিযোগ-গুজব ছাড়াই প্রথমদিনের এসএসসি পরীক্ষা সম্পন্ন

রাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজারের বেশি পরীক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষা শেষ হলো সুষ্ঠুভাবেই। কোথাও ছিল না অভিযোগ বা গুজব। অভিভাবকদের প্রত্যাশা, অনাকাক্সিক্ষত কোনো রাজনৈতিক কর্মসূচি ব্যাহত করবেনা পরীক্ষার সূচি। আর শিক্ষামন্ত্রী জানালেন, শিক্ষার পরিবেশ বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।আগে এসএসসি পরীক্ষা দিয়ে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় হাতেখড়ি হলেও এখন এর আগেই আরো দুই দফায় পরীক্ষার হলে বসতে হয়। তবু দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা হিসেবেই বিবেচনা করা হয় এসএসসি ও সমমানের পরীক্ষাকে।কলম আর প্রবেশপত্র হাতে নিয়ে সকাল সাড়ে ৯টার আগেই তাই যার যার কেন্দ্রে পৌঁছে যায় শিক্ষার্থীরা। খুঁজে নেয় নির্ধারিত আসনও। যারা যানজট কিংবা অন্য কোনো কারণে সাড়ে ৯টার পরে প্রবেশ করেছেন, তাদের আলাদা কাগজে নাম ঠিকানা লিখে প্রবেশ করতে হয় পরীক্ষার হলে। সন্তানদের ভবিষৎ শিক্ষা জীবন নির্ভে করছে এ পরীক্ষার ফলাফলে। তাই পরীক্ষার ৩ ঘণ্টা জুড়েই বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের চোখ মুখে উদ্বিগ্নের ছাপ। প্রত্যাশা, সুন্দরভাবে শেষ হবে পরীক্ষার দিনগুলো। এ জন্য প্রয়োজন সবার সহযোগিতা।তারা বলেন, প্রত্যাশা অনেক। আমার বাচ্চা পরীক্ষা দিচ্ছে। আশা করছি এ সময় হরতাল বা অবরোধ হবে না।পরীক্ষার আগেই কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উপমন্ত্রীকে নিয়ে কয়েকটি কক্ষ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার, এখন প্রয়োজন সব পক্ষের সহযোগিতা।শিক্ষামন্ত্রী বলেন, আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষৎ জাতীর কাছে গুরুত্বপূর্ণ। আশা করছি পাবলিক পরীক্ষার সময় এমন কোনো কর্মসূচি কেউ দেবে না যাতে পরীক্ষার বিঘিœত হয়। দীর্ঘদিনের প্রস্তুতি। আশার সাথে মিলেছেতো পরীক্ষার প্রশ্ন? দুপুর ১টার পর শিক্ষার্থীদের হিসেব মেলানোর পালা, কেমন হলো প্রথম দিনের পরীক্ষা।তারা বলেন, ফুল মার্কের উত্তর দিতে পেরেছি। বইয়ের ভেতর থেকেই প্রশ্ন এসেছে। বাইরে থেকে তেমন প্রশ্ন আসেনি। আগামী ২৭ ফেব্র“য়ারি পর্যন্ত চলবে লিখিত এ পরীক্ষা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.