শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে ভোলা অাইনজীবি সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন ১২ অাইনজীবি।

Image may contain: 5 people, including ADv Khaer Uddin Shikder, people smiling, people standing

 Md. Alauddin Hossain Biplob :-

শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে ভোলা অাইনজীবি সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন ১২ অাইনজীবি।

মহামান্য হাইকোর্টের নির্দেশে ভোলা জেলা অাইনজীবি সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন ১২ জন অাইনজীবি। অন্তর্ভুক্ত ভোটারগন হলেন এড মোঃ জসিম উদ্দিন,এড মোঃ মশিউর রহমান নোমান,
এড, নুরজাহান বিউটি,এড মোঃ শহিদুল ইসলাম,
এড ঝুটন চন্দ্র দাস, এড মোঃ জামাল উদ্দিন,
এড মেসবাহ উদ্দিন শরীফ, এড দিপক চন্দ্র দেবনাথ, এড মোঃ ইউসুফ, এড মোঃ সানাউল্লাহ হামিদ,
এড মোঃ ইব্রাহিম খলিল,এড ফজলুর রহমান ফাহিম।

ভোলা জন্মস্থান বারের মেম্বার অথচ মাদার বারের ভোটার তালিকায় নাম নাই মর্মে এক রিট পিটিশন দায়ের করেন সংক্ষুব্দ অাইনজীবিগন। পিটিশনটি শুনানী করেন বিজ্ঞ আইনজীবী তুষার রায় ও এড খায়ের উদ্দিন সিকদার।

শুনানী শেষে মহামান্য হাইকোর্ট বিভাগের বিজ্ঞ বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি ইকবাল কবির’র দ্বৈত বেঞ্চ ভোলা বারের ভোটার তালিকায় ১২ অাইনজীবিকে অন্তর্ভুক্ত করে ৩১/১/২০২০ ইং তারিখে ভোট নেয়ার নির্দেশনা দেন।।

Comments are closed, but trackbacks and pingbacks are open.