নাটোরের লালপুরে ভর্তির নামে আদায় হচ্ছে বই বিতরনের বানিজ্য

 

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুরের কদিম চিলান ইউনিয়নের ভবানীপুর হাজীর হাট উচ্চ বিদ্যালয়ে ভর্তির নামে ১৫০ টাকা করে আদায় হচ্ছে বই বিতরনের বানিজ্য। অত্র বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীর পক্ষ থেকে অভিযোগ এসেছে যে, সকল শ্রেনীর প্রতিটি ছাত্র/ছাত্রীর কাছে থেকে ভর্তির নামে ১৫০ টাকা করে নেওয়া হয়েছে। যে সকল ছাত্র/ছাত্রী ১৫০ টাকা করে দিতে পারেনি তাদের বই দেওয়া হয়নি। এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলীর কাছে জানতে চাইলে তিনি জানান , এটা আমাদের সকল কমিটিকে নিয়ে সিদ্ধান্তক্রমে রেজুলেশন করে আমার এটা করেছি।এবং আশে পাশের সকল স্কুল নিচ্ছে তাই আমরাও নিচ্ছি। টাকা নেওয়ার কোনো বিধান সরকারি ভাবে লিখিত কোনো কিছু আছে কিনা সেটা জানতে চাইলে তিনি আরো বলেন, আপনারা সাংবাদিক আপনাদের যাহা হচ্ছে তাহায় লিখে যেকোনো জায়গাতে পাঠাতে পারেন আমারা তাহার উপযুক্ত জবাব জায়গা মত দিবো। এ বিষয়ে আপনাদের সাথে আমরা কোনো কথা বলতে রাজিনা। এ বিষয়ে অত্র বিদ্যালয়ের বিদুৎশাহী সদস্য শফিকুর রহামান বলেন,এই স্কুলে তোমরা কেউ এসোনা। আরো অনেক স্কুল আছে সেখানে যাও, এবং এই বিষয়ে তোমারা যাহা জানো তাহায় লিখে যেখানে ইচ্ছা সেখানে পাঠাও ,তাতে আমাদের কোনো সমস্যা নাই আমাদের জায়গা মত আমরা জবাব দিবো। এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি বলেন এ বিষয়ে আমরা সত্যতা যাচায় করে তার উপযুক্ত ব্যাবস্থা নিবো এবং টাকা ফেরৎ এর ব্যাবস্থা করাবো। কারন শুধু ৬ষ্ঠ শ্রেনী ছাড়া কোনো শ্রেনীতে ভর্তির কোনো ফি নেওয়ার নিয়ম নাই।

Comments are closed, but trackbacks and pingbacks are open.