তালতলীর পায়রা নদীতে বিশেষ কম্বিং অপারেশন

মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি :
বরগুনার তালতলীতে মৎস্য সম্পদ ধ্বংসকারীর অবৈধ জাল নির্মূলকরণে পায়রা নদীতে বিশেষ কম্বিং অপারেশন-২০২০ ইং তারিখে মঙ্গলবার ৭ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত  প্রথম দিনে পায়রা নদীর বিভিন্ন স্পটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সেলিম মিঞা, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ শামীম রেজা সহ তালতলী থানা পুলিশ ও উপজেলা মৎস্য অফিসের অন্যান্য স্টাফবৃন্দ। মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে জাটকা জাল, বেহুন্দী জালসহ অন্যান্য অবৈধ জাল আটক করে তা উপজেলা পরিষদ চত্তরে এনে ধ্বংস করা হয়।
উল্লেখ্য অবৈধ জালের বিরুদ্ধে এই বিশেষ অভিযান প্রথম ধাপে আগামী ০৭ জানুয়ারি হতে ১৩ জানুয়ারি পর্যন্ত ৭ দিন এবং ২১ জানুয়ারি হতে ২৮ জানুয়ারি পর্যন্ত মোট ৮ সহ সর্বমোট ১৫ দিনব্যাপী পরিচালিত হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.