তালতলীতে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো.মিজানুর রহমান নাদিম, বরগুনা প্রতিনিধি :
বরগুনার তালতলীতে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা(৭জানুয়ারী ২০২০) মঙ্গলবার  সকাল ১০টায় তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিঞা (ভারপ্রাপ্ত) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বরগুনা জেলা আওয়ামীলীগের স্বাস্হ্য  ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনাব মো. ফজলুল হক জোমাদ্দার,তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব পরিমল চন্দ্র সহ অন্যন্য শিক্ষকরা উপস্তিত ছিলেন।
উল্লেখ্য এবারে মোট ৩০টি বিষয়ে প্রতিযোগীরা অংশ নেবে। গান, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্গন, আদিবাসীদের কয়েকটি ইভেন্ট, নাটক, উপস্থিত বক্তৃতা, হামদ, নাত, পল্লীগীতি, ভাওয়াইয়া, নজরুল গীতি, রবীন্দ্র সংগীত, ক্রীড়ায় কয়েকটি ইভেন্টসহ মোট ত্রিশটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.