- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
- আলীকদমের কৃষকরা পান চাষে স্বাবলম্বী - November 13, 2024
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করার লক্ষ্যে জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে সোমবার দুপুরে থানা চৌমাথা মোড়ে মতবিনিময় সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী, জেলা ট্রাফিক পুলিশের টিআই আব্দুন নূর সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সূধীবৃন্দ। এরপর পুলিশ সুপার মহাসড়কে বিভিন্ন যানবাহন চালকদের সাথে সচেতনতামূলক কথা বলেন এবং তাদের হাতে লিফলেট তুলে দেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.