অঘোষিত পরিবহন ধর্মঘটে অচল দিনাজপুর

অনলাইন ডেস্ক:

সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের অঘোষিত ধর্মঘটে অচল হয়ে পড়েছে দিনাজপুর। চালক-শ্রমিকরা বাসসহ গণপরিবহন বন্ধ রাখায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষরা।

শনিবার (২৩ নভেম্বর) দ্বিতীয় দিনের মত অঘোষিত পরিবহন ধর্মঘটে বাস চলাচল বন্ধ করা হয়েছে।

যাত্রীরা জানান, নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে মালিক ও শ্রমিক নেতাদের উসকানিতে এই আকস্মিক ধর্মঘটে নেমেছে শ্রমিকরা। ধর্মঘটের কারণে শনিবার সকাল থেকে জেলার আভ্যন্তরীসহ সকল রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। যাত্রার উদ্দেশে টার্মিনালে গিয়ে দেখেন কোনো বাস চলাচল করছে না। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

চালকরা জানান, যে কোনো দুর্ঘটনার জন্য চালকরা একাই দায়ী নয়। দুর্ঘটনার জন্য সচেতনতার বিকল্প নেই, তাই যে আইনটি করা হয়েছে তা সংশোধনের প্রয়োজন রয়েছে।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি জানান, ধর্মঘটের সিদ্ধান্ত সংগঠনে না। কিছু চালক নিজেরাই বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.