ফুলবাড়ীতে ছিটমহলগুলোতে আইসিটি বিস্তারে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতে আইসিটি বিস্তারে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর বৃহঃবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা প্রোগ্রামার অনিমেষ চন্দ্র বসুনীয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী প্রোগ্রামার রাহেন বাদশা, উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশীদ, বিআরডিবি চেয়ারম্যান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান প্রমূখ। সেমিনার সঞ্চালনা করেন ফুলবাড়ী উপজেলা সহকারী প্রোগ্রামার আজমল আফসার। সেমিনারে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক নেতৃবৃন্দ, ছিটমহল দাসিয়ারছড়ায় আইসিটির ওপর প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন যুবক ও যুব মহিলা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.