কুমিল্লায় মাইক্রোবাসে আগুন, নিহত ৩

নিউজ ডেস্ক:

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসে আগুন ধরে গিয়ে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে শিশুসহ তিনজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শিশু রবজার (৭) পরিচয় পাওয়া গেছে। রবজা কুমিল্লার অশোকতলা এলাকার মকবুল হোসেনের মেয়ে। এছাড়া বাকি দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

এছাড়া আহতরা হলেন- নিহত শিশু রবজার মা হালিমা বেগম (৪৫), কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুর গ্রামের আবুল কাশেম (৫০), জসিম উদ্দিন (৪৮), সজিব (২০), সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকার দুলাল মিয়া (৪৫) ও বলরামপুর এলাকার মজনু মিয়া (৫০)। তাদের সকলের শরীরের ২৫ থেকে ৫০ শতাংশ পুড়ে যায়।

আহতদের সবাইকে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন জানান, যাত্রীবাহী মাইক্রোবাসটি গোবিন্দপুর স্টেশন এলাকায় যাত্রী উঠানোর জন্য থামে। এসময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সাথে সাথে অপর একটি ট্রাক মাইক্রোবাসকে ধাক্কা দিলে গাড়িটি মহাসড়কের উপরে উল্টে যায় এবং গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। আমরা কয়েকজনকে উদ্ধার করি এবং ফায়ার সার্ভিসে ফোন করি।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিক উদ্দিন মুন্সি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তিনজনকে জীবিত উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। আর শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করি। এর আগে স্থানীয়রা আরও দুইজনকে জীবিত উদ্ধার করেছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.