চট্টগ্রামে ৬, মোংলা-পায়রায় ৭ নম্বর বিপদ সংকেত

 

নিউজ ডেস্ক:

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৬ নম্বর এবং মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, কক্সবাজারে ৪ নম্বর সংকেত অব্যাহত রয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত যেকোনো সময় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে সাতটি জেলাকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে। জেলাগুলো হলো- খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী ও ভোলা।

এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এরইমধ্যে সংশ্লিষ্ট ২২টি মন্ত্রলণালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.