- গোসল করতে গিয়ে নদীতে ডুবে এক বৃদ্ধ’র মৃত্যু - November 14, 2024
- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
নিউজ ডেস্ক:
দুষণ থেকে ঘূর্ণিঝড়, দিল্লি থেকে রাজকোট; শব্দগুলোর মধ্যে দারুণ মিল তাই না। কিন্তু এই মিলের মাঝেও আছে চিন্তার ছাপ, রাজ্যের টেনশন।
রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ-ভারত দ্বিতীয় টি২০। এমন বৈরি আবহাওয়ার আগাম বার্তা নি:সন্দেহে দু:চিন্তায় ফেলেছে ক্রিকেটপ্রেমীদের। সন্ধ্যা ৭.৩০টা থেকে মাঠে গড়াবে ম্যাচটি।
স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, বিকেলের দিকে ঘূর্ণিঝড় ‘মহা’ খানিকটা দুর্বল হয়ে যাবে। তবে এরপর ঝরতে পারে টাপুর টুপুর বৃষ্টি। সেই সাথে কিছু কিছু স্থানে ঝড়ও হওয়ার শঙ্কা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস আরও যা বলছে, রাজকোটে আজকের দিনটা মেঘাছন্নই থাকবে। ঘূর্ণিঝড় ‘মহা’র প্রভাবে দিনের সিংহভাগ সময় দেখা মিলবে না সূর্যের হাসির। আর সময় যত গড়াবে তত বাড়তে পারে অন্ধকার। বিকেলের দিকে হালকা থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
অবশ্য শেষ খবর পাওয়া পর্যন্ত, বৃহস্পতিবার (৭ নভেম্বর) ম্যাচের দিন সকালে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টির ভেন্যু রাজকোটে দেখা গেল নেই কোনো মেঘের আনাগোনা। দেখা মিলেছে ঝলমলে রোদের। এখন দেখার অপেক্ষা বাকি সময় কেমন যায়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.