আসামি ছিনিয়ে নিতে ডিবি পুলিশের ওপর হামলা

অনলাইন ডেস্ক:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চলানো হয়েছে। এ সময় জেলা ডিবি পুলিশের দুই এসআই ও এক এএসআই আহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্র ও মাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল একলাশপুর ইউনিয়নের উত্তর-পশ্চিম একলাশপুর গ্রামের কাতাওয়ালার বাড়িতে অভিযান চালিয়ে আবদুর রশিদ সায়েম ও আমির হোসেনকে ১০০ পিস ইয়াবা, একটি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজসহ আটক করে। এ সময় আটকদের স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদেরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়।

 

হামলায় ডিবি পুলিশের এসআই সাহেদ মিয়া (৪০), এসআই জাকের হোসেন (৪২) ও এএসআই হেলাল উদ্দিন (৩৫) গুরুতর আহত হন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আহতদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার জানান, ঘটনার পর ওই এলাকায় সাঁড়াশি অভিযান চলছে। আটকদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.