বাঁধ নির্মাণের দাবীতে কুড়িগ্রাম ফুলবাড়ীর ধরলার তীরে মানববন্ধন

 

কুড়িগ্রাম প্রতিনিধি : 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলার তীব্র ভাঙ্গন প্রতিরোধ ও স্থায়ী বাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার সকাল ১১ টায় ধরলা সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর-গোরকমন্ডল আনন্দবাজারের ঘেরুরঘাট-টু-নবিউলের ঘাট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এলাকায় জুড়ে ধরলার তীব্র ভাঙ্গন প্রতিরোধের দাবীতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ধরলার তীরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ধরলা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক ফজলুল হক, সহকারী শিক্ষক রেদোয়ানুল আলম তাজ, স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম, ওবাইদুল হক, আয়াজউদ্দিন, বেলাল হোসেন প্রমূখ।

অবিলম্বে ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীর ভাঙ্গন রোধসহ নদীর তীরে বাঁধ নির্মাণের দাবী জানান বক্তারা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.