- সন্ত্রাসী কতৃর্ক হামলায় ভাংচুরের প্রতিবাদে সংবাদ ধনবাড়ীতে সংবাদ সম্মেল - November 11, 2024
- আওনা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান হিসেবেমিনারা বেগম এর দায়িত্ব গ্রহণ - November 11, 2024
- ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে গেল জগদ্ধাত্রী পূজা - November 11, 2024
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচ খেলতে নেমে ২৮ বলে ২৬ রান করে সাজঘরে ফিররেন ওপেনার নাঈম শেখ। অষ্টম ওভারে চাহালের বলে উড়িয়ে মারতে গিয়ে লং-অনে ধাওয়ানের হাতে ধরা পড়েছেন তিনি।
এর আগে ইনিংসের প্রথম ওভারেই ফিরে যান লিটন দাস। দীপক চাহারের করা ওভারের পঞ্চম বলে কাভার পয়েন্টে রাহুলের হাতে ক্যাচ হন তিনি। ফেরার আগে লিটন করেছেন ৪ বলে ৭ রান।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের দেয়া ১৪৯ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১৭ ওভারে ৩ উইকেটে ১১৪ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করেছে স্বাগতিক ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে স্বাগতিক দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেছেন শিখর ধাওয়ান। পান্তের ব্যাট থেকে এসেছে ২৭ রান। ১৩ বলে ২২ করেন আয়ার। শেষদিকে ৮ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন ক্রুনাল পান্ডিয়া। ৫ বলে ১৪ করে অপরাজিত থাকেন ওয়াশিংটন সুন্দর।
বাংলাদেশের বোলারদের মধ্যে ১১ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন আফিফ হোসেন। ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আমিনুল ইসলাম। শফিউল ইসলামও নিয়েছেন ২টি উইকেট।
Comments are closed, but trackbacks and pingbacks are open.