বরগুনায় র‌্যাব অভিযানে মিলন নামের একজন দালালের ৩ মাসের কারাদণ্ড 

বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা উকিল পট্টির বিভিন্ন জায়গায় তল্লাশি করে কয়েকজন দালাল আটক করেছে    র‌্যাব ৮ পটুয়াখালী।
সোমবার বেল ১১ টার দিকে অভিযান চালিয়ে ৪ জন দালালকে আটক করেন
এদের মধ্যে একজনকে শনাক্ত করা হয় পাসপোর্ট অফিসের দালালের লিডার। দালালের লিডারের বাসা তল্লাশি করে ৩১ টি পাসপোর্ট উদ্ধার করা হয়। বাকি তিনজনকে পাসপোর্টের ফর্ম ছাড়া কোনকিছু না পাওয়ায় প্রথমবারের মতো তাদের ছেড়ে দেয়া হয়।
পটুয়াখালী  র‌্যাব ৮ কোম্পানি কমান্ডার মোঃ রইছ উদ্দিন জানান আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে ৪ জন দালালকে আটক করি। ৪ জনের মধ্যে একজনের বাসা তল্লাশি চালালে তার বাসা থেকে ৩১ টি পাসপোর্ট উদ্ধার করা হয়।
বাকি তিনজন পাসপোর্টফর্ম পূরণ করে মানুষের সেবা করেন বলে জানাযায়,তাই পাসপোর্ট কর্মকর্তা মোকলেছুর রহমান বলেন যেহেতু তাদের কাছে ফর্ম ছাড়া কোনকিছু পাওয়া যায়নি সেহেতু তাদেরকে প্রথমবারের মতো ছেড়ে দেয়া হউক।
র‌্যাবেরর কোম্পানি কমান্ডার জানান ৩১ টি পাসপোর্ট দালাল মিলনের বাসায় থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.