Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- সন্ত্রাসী কতৃর্ক হামলায় ভাংচুরের প্রতিবাদে সংবাদ ধনবাড়ীতে সংবাদ সম্মেল - November 11, 2024
- আওনা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান হিসেবেমিনারা বেগম এর দায়িত্ব গ্রহণ - November 11, 2024
- ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে গেল জগদ্ধাত্রী পূজা - November 11, 2024
স্বাধীন বাংলা নিউজ টিবি স্টাফ রিপোর্টার মো: তপছিল হাছানঃ
নিউজের প্রতিবাদে ৫ গ্রাম বাসী মিলে এই হলুদ সাংবাদিকতাদের প্রতি খোব প্রকাশ করেনঃ অভিযোগকারীরা (১) অলি উল্লাহ প্রধান (২) গিয়াস উদ্দিন প্রধান (৬৫) (৩) সফিকুল ইসলাম (৪) সিরাজুল প্রধান (৫) মিজান (৬) সিরাজ আলী প্রধান (৭) মোশারফ বৌদ্ধ (৮) মিজান বৌদ্ধ (৯) মালেক প্রধান (১০) নবীর হোসেন (১১) ইসমাঈল প্রধান সহ আরও অন্যান্য কৃষক ব্যক্তিগণেরা বলেন, আমাদের দুই শ একর জমিনে আমন ধান চাষ করে আসছি। এই পাকা ধর্ঁান যদি আমরা ঘরে না নিতে পারি তা হলে আমাদের পেটে ভাত জুটবে না। এছাড়া প্রতি বছরই আমরা আলু, ভূট্টা, ইরিধান, শাক সবজি ইত্যাদি রোপন করে আমরা কৃষকেরা জীবন যাপন করে আসছি।
দীর্ঘ দিনের ৫ গ্রামের বাসিন্দারা রাস্তা না থাকার কারণে আমাদের ছেলে মেয়ে শিক্ষার মান অনেকটা কম থাকত। এবং ভালো পরিবেশে আত্নীয়তা করা অসম্ভব হয়ে পড়ছে। কিন্তু আমরা এই রাস্তাটি শাহপুরের ৫ গ্রামের বাসিন্দারা মিলে রাতারাতি রাস্তাটি মেরামত করতে সক্ষম হই। রাস্তা নির্মানের সময় শাহপুর গ্রামের গোল মোহাম্মদ বাড়ী ওয়ালী উল্লাহ নামক ব্যক্তি উদ্যোগে এই রাস্তাটি পরিপুর্ণভাবে নির্মাণ করা হয়। এলাকার মধ্যে গ্রাম বাসীদের সাথে বসে মানুষকে বসে বুঝিয়ে এমপি মহোদয়ের সহযোগিতায় এই রাস্তাটি কালভার্ট ছাড়া নির্মাণ করা হয়। আর এই বিষয়টিকে ব্যক্তিগত জেলাসে নিয়ে সংবাদটি প্রকাশ করে হলুদ সাংবাদিকেরা।
এই বিষয়ে ওয়ালী উল্লাহ বলেন, আমরা এলাকাবাসী মিলে প্রজেক্টের ড্রেন দিয়ে দেড়ফিট করে কেটে পানি বের করছি। এই সংবাদের আমরা বিচারের দাবিতে এবং আওয়ামীলীগের সুনাম নষ্ট করায় এমপি মহোদয়ের কাছে বিষয়টি খতিয়ে দেখার আহবান ও আমাদের পানি সরবরাহ করার জন্য একটি কালভার্ট করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.