অসহায় পরিবারের বসতবাড়ী বেদখলের চেষ্টা প্রভাবশালী বিরুদ্ধে

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সীমান্তবর্তী গোলালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের গোহাত্রা গ্রামের মৃত এলাহী শেখ ছেলে ফজল মিয়ার বিরুদ্ধে অসহায় পরিবারের বসতবাড়ী বেদখলের চেষ্টা অভিযোগ উঠেছে।

জানা যায়, গোলালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের গোহাত্রা গ্রামের মৃত এলাহী শেখ ১৯৮৬ সালে হাদিরা মৌজা উত্তর-দক্ষিণ দাগে পৌনে ১২ শতাংশ জমি একই গ্রামের মৃত পাগু আকন্দের ছেলে মো. আমির আলীর নিকট বিক্রয় করেন। কিন্তু দলিল দাতা মৃত এলাহী শেখের হাদিরা মৌজার পাশে আজগড়া মৌজায় রাস্তার সাথে তার আরো জমি থাকায় সেখান থেকে দলিল গ্রাহীতা আমির আলীকে পৌনে ১২ শতাংশ জমি বুঝিয়ে দেয়। সেই ১৯৮৬ সাল থেকে আমির আলী ১ ছেলে ২ ময়ে নিয়ে বসতবাড়ী নিার্মণ করে করে বসত করে আসছে। জমি দলিল হয় হাদিরা মৌজায় বসতবাড়ী করে আরেক মৌজায় এত ঝামেলা মনে করে আমির আলী গ্রাম্য মাতাব্বরের নিকট বিষয়টি খুলে বললে মাতাব্বর মোকবুল হোসেন ভূইয়া (মাষ্টার) রেজাউল হক রেওয়াজ দলিল করে দিবে বলে আশ্বাস দেয় এবং দলিল দাতাও দলিল গ্রহীতা উপস্থিত হয়ে রেওয়াজ দলিল সম্পাদন করে ভেন্ডারের মাধ্যমে। ২০ হাজার টাকা বাদদ খরচ আমির আলী মুকবুল হোসেন রেজাউলকে বুঝিয়ে দেয় এবং উক্ত দলিল দুজনের নিকট জমা থাকে। দলিল রেজিষ্টার না হওয়ার আগে এলাহীর ছেলে ফজল মিয়া তার বাহামভুক্ত লোক নিয়ে অতিসম্প্রতি হামলা চালিয়ে তাদের বসতবাড়ী থেকে উচ্ছেদ করে দেয় এবং ২ লক্ষ টাকার ক্ষতি সাধণ করে। এ ব্যাপারে ভুক্তভোগী আমির আলী স্থানীয় চেয়ারম্যানকে জানান।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, এ বিয়য়টি নিয়ে আমরা অবগত রয়েছি এবং মিমাংশার চেষ্টা করা হচ্ছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.