এবার সিলেটের ২ নারী নেত্রীর বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ

সিলেট প্রতিনিধি

অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছিলো সিলেটের দুই নারী নেত্রীর বিরুদ্ধে। সম্প্রতি তাদের গোমর ফাঁস হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত ১২টার দিকে জেলার জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নের একটি বাসা থেকে ওই দুই নেত্রীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় তাদের হাতেনাতে ধরা হয়েছে।

আটকরা হলেন- জেলা যুব মহিলা লীগের অর্থ সম্পাদক ও জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের বনপাড়া দক্ষিণ বর্তমান পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের আজিজুর রহমান চৌধুরীর স্ত্রী মিনারা বেগম চৌধুরী (৩১)।

অন্যজন সিলেটের জালালাবাদ থানার কুমারগাঁও নজিরগাঁও মাতৃ মঞ্জিলের মোহাম্মদ হোসেন স্ত্রী হেনা বেগম (৪৫)। হেনা সিলেট জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রোববার রাতে চিকনাগুল ইউনিয়নে অভিযান চালায়। এসময় এলাকাবাসীর সহযোগীতায় ওই দুই নারীসহ ১৭ জনকে আটক করা হয়। তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, ওই দুই নেত্রী গোপনে একটি গ্রুপ গড়ে তুলেছিল। লোকচক্ষুর আড়ালে থেকে তারা বহুদিন ধরেই অসামাজিক কার্যকলাপ চালাচ্ছিল।

Comments are closed, but trackbacks and pingbacks are open.