- গোসল করতে গিয়ে নদীতে ডুবে এক বৃদ্ধ’র মৃত্যু - November 14, 2024
- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে শনিবার এ ঘটনা ঘটে।
মামলা ও স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, শ্রীরামখিলা গ্রামে ওইদিন সকালে মসজিদের সামনে গরু বাধাঁকে কেন্দ্র করে দু গ্রুপের মাঝে তুমুল কথা কাটাকাটিঁ ও ঝগড়া হয়। এ ঘটনায় নিয়ে পরদিন সকালে বিষয়টি নিষ্পত্তির জন্য সকলকে নিয়ে বসলে মামলা বিবাদী একই গ্রামের মৃত ইমান হোসেনের দুই পুত্র মজিবুর রহমান ও হাবিবুর রহমান অকথ্য ভাষায় অন্যদের গালাগাল শুরু করে। এক পর্যায়ে পরিবারের বাকী সদস্যদের নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মুক্তিযোদ্ধা আ: মালেকের পরিবারের উপর হামলা চালায়। এতে মহিলা সহ ৫ জন্য গুরুত্ব আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্ল্রেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তিতে মঙ্গলবার রাতে শহীদ মগবুল হোসেনের পুত্র বীর মুক্তিযোদ্ধা আ: মালেক বাদী হয়ে মজিবুর রহমান সহ ৫ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।
এব্যাপারে দুর্গাপুর থানার ওসি (ভার:) মীর মাহবুব জানান, এ ঘটনায় দুই পক্ষই দুটি মামলা দায়ের করেছে। আমরা দ্রুতই মামলা দুটির সঠিক তদন্ত শেষে আসামিদের আইনের আওতায় আনবো।