- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
- আলীকদমের কৃষকরা পান চাষে স্বাবলম্বী - November 13, 2024
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগ ও তাঁর অঙ্গ সংগঠনের উদ্দ্যেগে আলোচনা ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, আওয়ামীলীগ‘র যুগ্ন সম্পাদক বিভাস সরকার, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, মো. শফিকুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হক, উপজেলা ছাত্রলীগ‘র সাধারণ সম্পাদক শামীম আজাদ প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হয়েছিল। সেই হামলায় তিনি প্রাণে বেঁচে গেলেও দলের ২৪ জন নেতাকর্মী নিহত এবং অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করছি। পরে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।