শোক দিবসের অনুষ্ঠানে হাসি মুখে ‘পোজ’, ফেসবুকে সমালোচনার ঝড়

0

সিলেট প্রতিনিধি

সুনামগঞ্জ : জাতীয় শোক দিবসে ফুল দেয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমনের হাসি মুখে পোজ দেয়া একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। 

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতির সামনে এই কাণ্ড ঘটান তিনি। ছবিতে দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে পুষ্পস্তবক অর্পণের জন্য দাঁড়িয়ে আছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন ও তার কয়েকজন অনুসারী।

মন্ত্রীসহ বাকিরা ভাবগম্ভীর অবস্থায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে থাকলেও শোকাবহ এই পরিবেশে হেসে লুটোপুটি খাচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন। এসময়  মুচকি হেসে তাকে উৎসাহ দিচ্ছেন তার দুই অনুসারী।

ছবিটি জেলা প্রশাসকের ফেসবুক পেজে প্রকাশ হওয়ার পর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ইমনের সমালোচনা করেন অনেকে।

মুক্তিযোদ্ধার সন্তান শিমন চৌধুরী তার ফেসবুকে লিখেন, হৃদয় থেকে চেতনা ধারণ করি। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের হাসিতে বুক ফেঁটে যাচ্ছে। এতো খুশির উৎস কি? জাতির জন্য এই হাসি লজ্জাজনক। উল্লেখ্য, দুই বছর আগে স্বাধীনতা দিবসে উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে মূল বেদীতে সদলবলে জুতা নিয়ে ওঠে সমালোচিত হয়েছিলেন ইমন।

Leave A Reply