২৪ ঘণ্টায় ফরিদপুরের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৬০ জন নিহত ১ জন

0
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে লিপি আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। তার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকছেদপুরে। স্বামীর নাম মাহাবুব খলিফা।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামুদা প্রসাদ সাহা জানান, গত ২ আগস্ট লিপি আক্তার ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি হয়। এরপর সাতদিন চিকিৎধীন থাকার পর শুক্রবার তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন অফিস জানায়, এ পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগে চিকিৎসা নিয়েছে ৫২৫ জন। এর মধ্যে গুরুতর অবস্থয় ঢাকায় পাঠানো হয়েছে ৪১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮৬ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৮৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৬০ জন রোগী।

Leave A Reply