জুমার দিনে আদব-শিষ্টার বাজারে স্বর্ণকার দোকানে ডাকাতি হওয়ার মুসলিমদের সাথে থানার ইনচার্জ ওসি ইকবাল হোসেন

0

স্বাধীন বাংলা নিউজ টিভি, স্টাফ রিপোটার মোঃ তপসিল হাসানঃ মিফতাহুল জান্নাতির ছালা (২) তলাবুল ইলমি ফারিদাতুল আলা কুল্লি মসুলিমিন. প্রত্যেক মমিন মসলমানের উপর ফরজ নামাজ বেহেস্তের চাবি। চাঁদপুর মতলব দক্ষিণ থানার ইনচার্জ এ,একে,এম,এস (ওসি) ইকবাল নায়েরগাঁও বাজারের বাইতুল নূরে জামে মসজিদের মধ্যে পবিত্র জুমার নামাজের চলকালীন মাঝে সকল মুলিদের সাথে ও বাজারের দোকানদার এবং বিভিন্ন অভিভাবকদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করেন বাজারের মধ্যে স্বর্ণকারের দোকানে ডাকাতি হওয়ার কেন্দ্র করে এবং মাদক ইফটিজিং ধর্ষন গুজবে কান দেবেন না মাদক সেবনকারীদের ও মাদক ডিলারদের থানাকে সহযোগীতা করুন। এই বিষয় ব¯‘ নিয়ে আলাপ আলোচনা করেন, বলেন যে, সপ্তাহের অন্য কোন দিনের চেয়ে জুমাবারের গুরুত্ব বেশি। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর আজহার মতো। এ দিন ইসলামের ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এতোখানি যে, কোন কোরআন জুম্মা নামে একটি স্বতন্ত্র সুরাও নাজিল করা হয়েছে। সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূণ দিন হওয়ার কারণে জুমার দিনের বিশেষ কিছু আদব ও শিষ্টাচার রয়েছে। কিছু জুমার আগে, কিছু মসজিদের, কিছু খুতবার সময়ের আর কিছু নামাজের আগে- পরের।

সেগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনাঃ চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা নায়েরগাঁও ইউনিয়নের নায়েরগাঁও বাজারে গত ০১/০৮/২০১৯ইং তারিখে স্বর্ণকারের দোকানোর মধ্যে রাত ৩ ঘটিকার সময় ৪ দোকানে ডাকাতি হয়। (১) ভাই ভাই শিল্পালয়, প্রোঃ রিপন বর্ণিক, (২) পলি শিল্পালয়, প্রোঃ নিত্য দাস, (৩) রঞ্জিত দাস, (৪) সবুজ সরকার, আনুমানিক ২০ থেকে ২৫ লক্ষ টাকা রাতের আধারে বাজারের নাইট গার্ডকে হাত পা বেধে রেখে ডাকাতি চলে যায়। এই বিষয়টি মতলব দক্ষিণ থানার ইনচার্জ এ,কে,এম,এস (ওসি) ইকবাল হোসেনের বরাবর অবিযোগটি করেন দোকান মালিক পক্ষরা। ডাকাতি হওয়ারকে কেন্দ্র করে গত ০২/০৮/২০১৯ইং নায়েরগাঁও বাজারের বাইতুল নূরে জামে মসজিদে বাজারের বিভিন্ন দোকান মালিক পক্ষ এবং এলাকার মুসলিগণের উপ¯ি’তে ৮টি বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করেন মুসলিদের সাথে।  (১) নারায়নপুর মাথা কাটা মধুওয়ালা সন্দেহ মূলক গণপিটুনি এই সব বিষয়ে এলাকায় গুজবকে কান দিবেন না। বাংলাদেশ পুলিশ সেবা ৯৯৯ ফোন করুন। আইন নিজের হাতে তুলে নেবেন না, আইনের প্রতি শ্রদ্ধাশীল ও সম্মান, কাউকে সন্দেহ থাকিলে দ্রুত পুলিশকে খবর দেওয়ার সকলের আহবায়ন। (২) বাজারের দোকানের মধ্যে অনিয়মের বিষয় সরেজমিনে গিয়ে দেখেন অনেকের দোকানের মধ্যে সিসি ক্যামেরা থাকে, কিš‘ বিভিন্ন প্রতিষ্ঠানের পলি জুলানো অব¯’ায় থাকা, দোকানদারদের সেপ্টি মনে করে ভিতরের সিসি ক্যামেরা থাকিলে আপনাদের অনেকটা ভুল ধারনা। আপনারদের সিসি ক্যামেরা বিষয়ে বলে যে, ভিতর এবং বাহির সাইটে ক্যামেরা ব্যবহার করিতে হবে। তা হলে বিভিন্ন অকারেন্স ভিডিও ফুটেজ চিহ্নিত করা সম্ভব। আরো বলেন আপনার হাতের মোবাইল যে ভাবে ব্যবহার করেন, যেমন ঘরের প্রত্যেকটি দরজা এবং জানালা দৃষ্টি খেয়াল যদি না থাকে ও ঘরের বিদ্যুৎতের লাইন সাপ্তাহিকভাবে খেয়াল না করা হয়, যদি কোন তার লিক থাকে তা হলে আপনার পরিবারের মধ্যে ছেলে সন্তান তারের লিক জায়গায় যদি হাত দিয়ে দরা হয় তার অব¯’া কি হবে, তা হবে বিদ্যুৎ শটে মারা যেতে পারে। এই বিষয়গুলো আপনাদের দৃষ্টিভঙ্গি না থাকিলে তা হলে সে আপনাদের সাফতি। (৩) নায়েরগাঁও বাজারের মাদক ডিলার (১) মোঃ খালেক, (২) পলি সওদাগর (৩) শামীম সওদাগর, (৪) সাইফুল সদাগর, (৫) পাঠা শাহিন, (৬) কানা সেলিম, (৭) ডালিম, (৮) সেন্টু সওদাগর, তাদেরকে উ”েছদ করা  হইয়াছে। ওসি ইকবাল বলেন আধিম আশার পর থেকে কতটুকু আপনাদের সেবা দিতে পেরেছি তা আপনাদের ভালো অবগত আছে। তিনি আরো বলেন আমি আপনাদের ভাই হিসেবে এবং আপনাদের সন্তান হিসাবে সেবা দিতে পারি। আপনাদের সকলের দোয়া কামনা করি। তিনি আরো বলেন যদি কোন পরিবার এর মধ্যে মাদক আশক্ত থাকে তা হলে ঐ গোটা পরিবারটা ধংসদিকে চলে যায়। এক জন অভিভাবকের নৈতিক দায়িত্ব হলো আপনার সন্তানকে পরিপূর্ণভাবে সমাজের মধ্যে মানুষ করা একজন অভিভাবকের দায়িত্ব। আর যদি আপনার দায়িত্বকে অবহেলা করেন। তখন আপনাদের সন্তান খারাফের দিকে চলে যাবে। সেদিকে লক্ষ রাখতে হবে। পিতা মাতা প্রতি ভালোবাসা, সম্মান দেখাতে হবে। আর যদি কেউ পিতা মাতাকে কষ্ট দিয়ে থাকে তা হলে তাহার ভবিষ্যৎ অন্ধকার। সকল অভিভাবকের প্রতি বিনীত আহবায়ন আপনাদের সন্তানদারকে বলে দিবেন যে পিতা মাতার প্রতি যে সম্মান পায় সেই সম্মান শিক্ষকের প্রতি সমান দেখাতে হবে।

Leave A Reply