কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নে পূর্ব ঘটিত মেশিন চুরির ঘটনাকে কেন্দ্র করে

0

কাজিপুর প্রতিনিধি

কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নে পূর্ব ঘটিত মেশিন চুরির ঘটনাকে কেন্দ্র করে মেশিন ও অন্যান্য চুরি যাওয়া সম্পদের জরিমানার অর্থ আত্নসাৎ এর মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম সরকারের বিরুদ্ধে।তারিখ বিহীন একটি লিখিত অভিযোগ দায়ের করেন নাটুয়ারপাড়া ইউনিয়নের আফজাল হোসেনের ছেলে আঃ গফুর। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করার প্রতিবাদে নাটুয়ারপাড়ায় প্রতিবাদ মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন এবং এলাকার সাধারণ জনগণ।মিছিলটি নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়িতে স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে শেষ হয়।এ বিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির কাছে জানতে চাইলে তিনি কে বলেন-“আমার বিরুদ্ধে জরিমানার অর্থ আত্নসাৎ এর যে মিথ্যা অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট,ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক।জরিমানার সম্পূর্ণ টাকা আদায় করা এখনো বাকী রয়েছে বলে ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান এর অনুমতিতে কিছু টাকা আমার কাছে গচ্ছিত আছে বাকী টাকা আদায় হলেই ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বন্টন করা হবে।উল্লেখ্য প্রতিবাদে মিছিলে অংশ গ্রহণ করেন নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন,সহ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার,সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মির্জা,সহ-সভাপতি আবুল কালাম আজাদ কমল,সেচ্ছাসেবকলীগ সভাপতি সেলিম আকতার,সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহু মন্ডল।যুবলীগের সভাপতি প্রার্থী আবুল কালাম আজাদ,দুলাল সরকার,জাহাঙ্গীর আলম মেম্বর,সাধারণ সম্পাদক প্রার্থী ফজলুল হক সরকার,রাসেল রানা।সাংগঠনিক সম্পাদক প্রার্থী মনিরুজ্জামান মনি মন্ডল।কাজিপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম হাড্ডি।ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম (ডন),সাধারণ সম্পাদক জুয়েল রানা (বাঘা) সহ প্রমুখ।

Leave A Reply