গোপালপুরে ৭ বছর বিনাবেতনে পাঠাদান আম্বিয়া খাতুন স্মৃতি অটিষ্ঠিক ও প্রতিবন্ধী বিদ্যালয়টি

0

গোপালপুরে ৭ বছর বিনাবেতনে পাঠাদান আম্বিয়া খাতুন স্মৃতি অটিষ্ঠিক ও প্রতিবন্ধী বিদ্যালয়টি

আবুল হোসেন আক আকাশ মধুপুর টাংগাইল

৭ বছর বিনাবেতনে পাঠাদান  আম্বিয়া খাতুন স্মৃতি অটিষ্ঠিক ও প্রতিবন্ধী বিদ্যালয়টি। আম্বিয়া খাতুান স্মৃাকতি অটিষ্ঠিক ও প্রতিবন্ধী বিদ্যালয়টি এমপিও ভুক্তির দাবি এলাকাবাসী সহ সকলের  এই আম্বিয়া খাতুন স্মৃতি অটিষ্ঠিক প্রতিবন্ধী বিদ্যালয়টি চালু হওয়ায় এখন আর পিছিয়ে পড়া অবহেলিত কোনো প্রতিবন্ধী নাই অবহেলিত পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিক্ষাথীদের মাঝে এখন শিক্ষার আলো জালিয়ে দিয়েছেন। অবহেলিত কোনো প্রতিবন্ধী শিক্ষাথী আর অবহেলিত নয়। কারন সকল প্রতিবন্ধী শিক্ষাথীদেরকে আনা বা নেয়ার জন্য গাড়ি ও দুপুরের খাবারের জন্য ব্যবস্থা করেছেন প্রতিটিষ্ঠানের পরিচালক মোঃ সুরুজ্জামান তার নিজের টাকা পয়সা দিয়ে শুরু করে ২০১২ সালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ঝাওয়াইল ইউনিয়ন দড়িসায় গ্রামে এই আম্বিয়া খাতুন স্মৃতি অটিষ্ঠিক ও প্রতিবন্ধী বিদ্যালয় ছাএীছাএীদের সংখ্যা প্রায় তিনশো। ২০১৮ সালে পরিদর্শন করেন টাঙ্গাইল জেলা সমাজ সেবা অফিসার আঃ হামিদ এসে দেখে ঐ প্রতিবন্ধী শিক্ষাথীদের আনা নেওয়ার জন্য একটি গাড়ি উপহার দেন তিনি।
৭ বছর ধরে প্রতিবন্ধী শিক্ষাথীদের মাঝে শিক্ষাদান করে যাচ্ছেন ২৮ জন শিক্ষক তারা  বিনাবেতনে পাঠদান দিয়ে আসছে।বিদ্যালয়টি পরিদর্শন গেলে এলাকাবাসীরা জানান প্রতিষ্ঠানটি চালু করতে আমাদের মনের মধ্যে আলো জালিয়ে দিয়েছেন কিন্তু এলাকাবাসীরা বলেন আর কতো এভাবে
এই স্কুলের শিক্ষকদের কোনো বেতন বা ভাইতা নাই তাই যাতে তারতাড়ি বিদ্যালয়টি এমপিও ভুক্তির দাবি এবং আমাদের আকুল আবেদন জানাই সরকারের কাছে। স্কুলের শিক্ষক খোকন বারেক, ও আশিদুল হক,
জান্নাতুন আরফিন, ও জান্নাতুল আফরোজ মালা, লিপি খাতুনসহ সকলেই জানান আম্বািয়া খাতুন স্মৃতি অটিষ্ঠিক ও প্রতিবন্ধী বিদ্যালয়টি চালিয়ে যাচ্ছে দীর্ঘ দিন ধরে বিনাবেতনে ৭ বছর ধরে শিক্ষাথীদের মাঝে শিক্ষাদান করছি. তারা প্রাধনমন্রীর কাছে আমাদের দাবি যাতে প্রতিষ্ঠানটি দিকে সরকার যেনো নজর দেয় এমপিও ভুক্তির দাবি করে। প্রতিষ্ঠানের পরিচালক মোঃ সুরুজ্জামান জানান আমি ২০১২ সাল থেকে চালু করি এখানে জায় কিছু লাগে প্রতিবন্ধী শিশুরা আনা নেওয়ার জন্য ব্যবস্থা এবং দুপুরের খাবারের জন্য সু ব্যবস্থা ও শিক্ষাথীদের জন্য পোশাকের ব্যবস্থা আছে এবং শিক্ষাথীদেরকে সকালে বাড়ী থেকে নিয়ে আসে আবার গাড়ি করে বাড়ীতে রেখে আশা হয়।টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ঝাওয়াইল ইউনিয়ন দড়িসায়া গ্রামে এই আম্বিয়া খাতুন স্মৃতি অটিষ্ঠিক প্রতিবন্ধী বিদ্যালয়টি অবস্থান।

টাঙ্গাইলের গোপালপুর থেকে মোঃ আবুল হোসেন আকাশ কে টিভি বাংলা। তারিখ ২২/৬/২০১৯/ রোজ শনিবার ।

Leave A Reply