সরিষাবাড়িতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ইন হাউস টিচার্স ট্রেনিং (আই এইচ টি) শুরু

0

মতিউর রহমান,সরিষাবাড়ি,জামালপুরঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে সরিষাবাড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সপ্তাহব্যাপি ইন হাউস টিচার্স ট্রেনিং শুরু হয়েছে। উপজেলা নির্বাহি কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আরডিএম মডেল পাইলট স্কুলে ট্রেনিং সেন্টারে ১৫জুন এ ট্রের্র্নিং এর উদ্বোধন করেন।

উপজেলার প্রতিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলোর সকল শিক্ষক মন্ডলী দুইটি শিফটে ইন হাউস টিচার্স ট্রেনিং গ্রহণ করছেন। প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা এবং দুপুর ১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুইটি শিফটে মোট আঠারো হাজার চল্লিশজন শিক্ষক প্রশিক্ষণার্থী তাদের প্রশিক্ষণ নিচ্ছেন। সরিষাবাড়ি আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়,সরকারী পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ,সরকারী বঙ্গবন্ধু কলেজ, মাহমুদা সালাম মহিলা কলেজ,সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়,আরামনগর কামিল মাদ্রাসা, ভাটারা স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়,বয়ড়া ইস্রাইল আহমেদ উচ্চ বিদ্যালয়, সেঙ্গুয়া উচ্চ বিদ্যালয়, পিংনা সুজাত আলী অনার্স কলেজ, পিংনা হাই স্কুল, চাপার কোণা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়,কাবারিয়া বাড়ি উচ্চ বিদ্যালয়সহ মোট পনেরোটি ভেন্যুতে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হচ্ছে। ১৬ জুন দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক সরিষাবাড়ি আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষণ ভেন্যু পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন জামালপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ও সরিষাবাড়ি আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালযর প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মৌলভী শিক্ষক মাওলানা রজব আলী এবং ভেন্যুর প্রশিক্ষকসহ অতিথিবুন্দ। এ সময় শিক্ষা অফিসার মোজাম্মেল হক বলেন কম্পিউটার জ্ঞান ব্যতিত অদূর ভবিষ্যতে কোন শিক্ষক তার চাকুরিতে টিকে থাকতে পারবেন না এমন কি হয়তো বা তাকে গোল্ডেন হ্যান্ড চেকের মাধ্যমে চাকুরি থেকে বিদায় নিতে হবে, সেদিন আর বেশী দূরে নয়। অবশ্যই প্রতিটি শিক্ষককে কম্পিউটার জ্ঞান আবশ্যিক। পরে তিনি অন্যান্য প্রশিক্ষণ ভেন্যুগুলো পরিদর্শন করেন।

Leave A Reply