সরিষাবাড়ীতে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

0

সরিষাবাড়ী প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক ফিরোজ মিয়া(৪০)খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাসীর দাবীতে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নিহত পরিবারের উদ্যোগে আদ্রা গ্রামের নারী-পুরুষ মিলে ধানাটা-জামিরা- প্রধান সড়কে আদ্রা এলাকায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করে।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে-উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা গ্রামের মোফাজ্জল হোসেন ছেলে কৃষক ফিরোজ মিয়ার সাথে একই গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে কালামদের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গত ১লা জুন সকাল সাড়ে ১০ টার দিকে উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।এ সময় ফিরোজ মিয়া সহ কয়েকজন আহত হয়। গুরুতর আহত ফিরোজকে প্রথমে সরিষাবাড়ী হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার ২দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।

এ ঘটনায় নিহত ফিরোজ মিয়ার পিতা মোফাজ্জল হোসেন বাদী হয়ে কালাম সহ স্বপন,শিপন,রিপন,রাজ্জাক,পবন,নাসিম,রহিজ্জল,নাজমা,স্বপ্না কে আসামী করে ১০ জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা করে।মামলায় অভিযুক্ত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। দ্রুত গ্রেফতারের দাবীতে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে নিহতের মাতা ফেন্সী বেগম,স্ত্রী আল্পনা বেগম,বীরমুক্তিযোদ্ধা সুরুজ্জামান, রবিউল ইসলাম,মোফাজ্জল হোসেন সরকার,জহুরুল ইসলাম,আব্দুস সালাম দুদু,আব্দুস ছবুর প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে নিহত ফিরোজের ছেলে রাকিব (৮) মেয়ে খাদিজা(৫) সহ এলাকার সহ¯্রাধিক নরাী-পুরুষ অংশ নেন।

Leave A Reply