ডেমরায় গ্রেফতার হলো ওয়ারেন্ট এর দুই আসামী আসামীর হুমকির মুখে খন্দকার পরিবার

0

স্টাফ রিপোর্টারঃ নগরীর ডেমরা থানাধীন ৬৮ নং ওয়ার্ডে ওয়ারেন্টের দুই আসামী গ্রেফতার। ২০/০৫/২০১৯ ইং রাত আনুমানিক ৮.০০ টার সময়ে সারুলিয়া বাজার চা পট্টি হইতে ডেমরা থানার ওয়ারেন্ট অফিসার (এসআই) বজলুর রহমানের নেতৃত্বে মুন্না, পিতা- মজিবুর রহমান ও সাজিদ, পিতা- মৃত সিরাজুল ইসলাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। জানা যায় মুন্না ও সাজিদ গত ২৭/১১/২০১৮ ইং ব্যবসায়ী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী (ডেমরা থানা সভাপতি) মোঃ আরাফাত খন্দকারকে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসী মুন্না গংরা পেশাগত ভাবে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে নিরিহ মানুষদের ক্ষতি সাধন করে। তেমনি আরাফাত খন্দকারও তাদের হাত থেকে রক্ষা পায়নি। মুন্না গংদের চাঁদার দাবী রক্ষা করতে না পারায় সন্ত্রাসী হামলার কবলে পরে আইনের প্রতি ¯্রদ্ধাশীল মোঃ আরাফাত খন্দকার। উপায়ন্ত না পেয়ে এ বিষয়ে আরাফাত বিজ্ঞ এমএম সাহেবের আদালতে নং-৩৫ ঢাকা এ মামলা করে। যার সি আর মামলা নং ২৫২/২০১৮, ধারা-৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৮০/৩৮৫/৪২৭/৫০৩ দঃ বিঃ। মামলার বাদী মোঃ ওমর ফারুক খন্দকার মিলন (দৈনিক দিন প্রতিদিনের যুগ্ম সম্পাদক) বলেন, আমার ছেলে আরাফাতের উপর সন্ত্রাসীরা হামলা করেই ক্ষ্যান্ত হননি, তারা আমাদের বিভিন্ন সময়ে জীবননাশের হুমকি দিয়ে থাকে। এতে আমরা আতঙ্কিত অবস্থায় দিনাতিপাত করছি। ২১শে মে মামলার আসামীদের জামিনের নামঞ্জুর আবেদনপত্র আদালতে প্রেরন করলে আসামীরা ক্ষিপ্ত হয়ে খন্দকার মিলনকে হুমকি প্রদান করে। এ সময়ে উপস্থিত আদালতের পুলিশ আসামীর সঙ্গীদের ধমকি দিয়ে সরিয়ে দেয়। যাহা আদালতে বাদী সাথে সাথে উকিলের মাধ্যমে নিজে অভিযোগ করে। আরাফাত ও তার পিতা খন্দকার মিলন বলেন, এ বিষয়ে আমরা বিজ্ঞ আদালতে সুষ্ঠ সমাধানে আশা প্রকাশ করছি।

Leave A Reply