জোড়াতালি দিয়ে রাখা হচ্ছে সচল, যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা- সরাইলের শাহবাজপুর সেতু

0

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গাড়ি উঠলে কেঁপে ওঠে সেতু

ঢাকা-সিলেট মহাসড়কে ঝুঁকিপূর্ণ সেতু

গাড়ি উঠলেই কেঁপে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর সেতু। জোড়াতালি দিয়ে সচল রাখা হচ্ছে ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ এ সেতুটি। তিতাস নদীর ওপর নির্মিত সেতুটি যে কোনো সময় ধসে পড়ে সিলেট বিভাগের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি ঘটতে পারে বড় দুর্ঘটনাও। সব জেনেও বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে কয়েক হাজার যান চলাচল করছে এ সেতু দিয়ে। দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর মধ্যে অন্যতম ঢাকা-সিলেট মহাসড়ক। প্রতিদিন এই মহাসড়ক দিয়ে বাস, পণ্যবোঝাই ট্রাক-পিকআপ ভ্যানসহ নানা গণপরিবহন চলাচল করে। সেতুর দুই পাশের রেলিংয়ের বেশকিছু অংশ খসে পড়েছে বহু আগে। ১৯৬৩ সালে নির্মিত এ সেতুর মাঝখানে বেইলি সেতু বসিয়ে কোনোরকমে যান চলাচল স্বভাবিক রাখা হয়েছে। প্রায়ই বেইলি সেতুতে ওঠার সময় চাকা দেবে যানবাহন আটকে যায়। তখন দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গরমের সময় ভোগান্তি বেড়ে যায় কয়েকগুণ। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সেতুটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে দুই পাশে ১৫ টনের অধিক ওজনের যান চলাচল নিষেধ সংবলিত সাইনবোর্ড টানিয়ে দিয়েছে। কাজ আসছে না এ সাইনবোর্ডে। ১৫ টনের অধিক যানবাহন সেতু দিয়ে চলাচল অব্যাহত থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ছে। ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন জানান, এ সেতুর পাশে নতুন আরেকটি ব্রিজ নির্মাণকাজ শেষপর্যায়ে। আগামী সেপ্টেম্বর নাগাদ সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

Leave A Reply