বাউফলে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা গ্রেফতার ব্যালটে সিল দেয়ার চেষ্টাকালে

0

পটুয়াখালী প্রতিনিধি

একাধিক ব্যালটে স্বাক্ষর দিয়ে প্রতীকে সিল দেয়ার চেষ্টাকালে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে বগা ইউনিয়নের রাজ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। দায়িত্বরত ওই কর্মকর্তা রেজাউর রহমান উপজেলার কারখানা দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সর্বশেষ পাওয়া খবরে গ্রেফতারকৃত কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে বিচারের প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

এদিকে, মির্জাগঞ্জ উপজেলায় ভোট গ্রহণের সময় সাথে মোবাইল ফোন রাখার অভিযোগে উপজেলার ঝাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দুই পোলিং এজেন্ট স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কাপ পিরিচ প্রতীকের মো. আল আমিন ও নৌকা প্রতীকের মো. মেহেদী হাসান এবং মধ্য চালিতাবুনিয়া কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে নাঈম হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

এছাড়া বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পটুয়াখালীর ৭ উপজেলায় নির্বাচন শেষ হয়েছে, চলছে গণনা।

Leave A Reply