- সন্ত্রাসী কতৃর্ক হামলায় ভাংচুরের প্রতিবাদে সংবাদ ধনবাড়ীতে সংবাদ সম্মেল - November 11, 2024
- আওনা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান হিসেবেমিনারা বেগম এর দায়িত্ব গ্রহণ - November 11, 2024
- ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়ে গেল জগদ্ধাত্রী পূজা - November 11, 2024
সেলিম রেজা, স্টাফ রিপোর্টার বগুড়াঃ
সোমবার বগুড়ায় অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে ১০টি উপজেলার মধ্যে ৭ টি তে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন বাকি ৩টিতে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করেছেন।
সমর্থিত সুত্রে পাওয়া খবরে জানা গেছে, নৌকা প্রতীক নিয়ে যে ৭ জন আওয়ামীলীগ নেতা বিজয়ী হয়েছেন তারা হলেন- বগুড়া সদরে আবু সুফিয়ান শফিক, গাবতলীতে রফি নেওয়াজ খান রবিন, সারিয়াকান্দি উপজেলায় অধ্য মুনজিল সরকার, সোনাতলায় এড. মিনহাদুজ্জামান লিটন, ধুনটে আব্দুল হাই খোকন , শাহজাহানপুরে প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ও নন্দীগ্রামে রেজাউল আশরাফ জিন্নাহ।
আর যে ৩টি তে আওয়ামীলীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন তারা হলেন- শিবগঞ্জে মোটর সাইকেল প্রতীক নিয়ে ফিরোজ আহম্মেদ রিজু, কাহালুতে আনারস প্রতীক নিয়ে হাসিবুল হাসান কবিরাজ সুরজ ও দুপঁচাচিয়ায় আনারস প্রতীক নিয়ে আলহাজ্ব ফজলুল হক।
সোমবার বগুড়ার ১২টি উপজেলার মধ্যে ১০টিতে চেয়ারম্যান পদে ভোট হয়। বাকি দুটিতে আ.লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।