- একজন সৎ সাহসী ও মানবিক লেডি পুলিশ অফিসারের জীবন কালের গল্প - November 14, 2024
- ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার - November 14, 2024
- আলীকদমের কৃষকরা পান চাষে স্বাবলম্বী - November 13, 2024
স্টাফ রিপোর্টার, বগুড়াঃ
বগুড়ার শেরপুরের ধুনটমোড় থেকে ৪ কিলোমিটার পুর্ব দিকে গেলেই শালফা গ্রাম। এই গ্রামের মধ্য দিয়ে ধুনট ও সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা যাওয়ার সড়ক। সড়কের দুপাশে তাকালে দেখা যায় শুধু ভুট্টা আর ভুট্টা। এই দৃশ্য যেন সকলের নজর কাড়ে। ভুট্টার চাষ ক্ষ্যাত এই শালফা গ্রামের কৃষকের মুখে এখন হাসি ফুটে উঠেছে। কারন অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে কম পরিশ্রম ও ফলন ভাল হওয়ায় তারা অর্থের মুখ দেখতে শুরু করেছে। আর আগ্রহ প্রকাশ করছে বার বার ভুট্টা চাষ করার। উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, এ বছর শেরপুর উপজেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৫’শ ৮০ হেক্টর জমি। সেই লক্ষমাত্রাকে ছাড়িয়ে অর্জন হয়েছে ২ হাজার ৬’শ ২০ হেক্টর জমি। যার বেশীর ভাগ চাষ হয়েছে খানপুর ইউনিয়নের শালফা গ্রামে। শালফা গ্রামের কৃষক আকিম উদ্দিন, আব্দুল হান্নান, মোজাম্মেল হক, শাহ আলমসহ অনেকেই জানান, কম পরিশ্রম, কম ব্যায় ও ফলন ভাল হওয়ায় আমরা ভুট্টা চাষে বেশী আগ্রহী। তাছাড়া অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা চাষে লাভ অনেক বেশী। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন আক্তার বলেন, উপজেলার শালফা গ্রাম অনেকটা নিচু হওয়ায় সেখানে অল্পতেই বন্যা দেখা দেয়। সে কারনে ওই এলাকার জমিতে পলি পরে ভাল। তাই শালফা গ্রামে ভুট্টার ফলন ভাল হয়। তাছাড়া বন্যার কারনে অন্য কোন ফসল চাষ করতে পারেনা তারা। তাই এক সিজন ধান, শরিষা আবাদ করে আর বাকি সময়টাতে তারা ভুট্টা চাষ করে আলোর মুখ দেখছে।