সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল-ফিতরের ঈদের নামাজ আদায়

স্টাফ রিপোর্টার: সৌদি আরবের সাথে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঈদ-উল ফিতরের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে সরিষাবাডী উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম, উচ্চ গ্রাম, পৌরসভার বলার দিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ি রাস্তা সংলগ্ন জামে মসজিদে ও পঞ্চপীর মাদ্রাসায় ১৬ টি গ্রামে ৪শতাধিক নারী-পুরুষ এ নামাজ আদায় করেন।
এতে পৌরসভার বাউসী পঞ্চপীর গ্রামে আবুল কাশেম,বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের পাশে মাহফুজুর রহমান ,উচ্চগ্রাম দক্ষিণ পাড়া মসজিদের সামনে আব্দুর রাজ্জাক ও বলার দিয়ার দক্ষিণ পাড়া গ্রামে মাওলানা আজিম উদ্দিন মাস্টার ইমামতি করেন।
সৌদি আরবের সাথে মিল রেখে নামাজ আদায়কারী গ্রামগুলো পৌরসভার বলারদিয়ার , পঞ্চপীর, বাউসী, সাতপোয়া ,মুলবাড়ী, মহাদান ইউনিয়নের উচ্চগ্রাম,বনগ্রাম,করগ্রাম , হোসনাবাদ পোগল দিঘা ইউনিয়নের সাঞ্চারপাড়া, বাগারপাড়, পুঠিয়ার, পাটাবুগা ,ভাটারা ইউনিয়নের পাখাডুবি, ড়োয়াইল ইউনিয়নের বালিয়া,চর লোটাবর সহ ১৬ টি গ্রামের প্রায় ৪ শতাধিক মানুষ রোজা শেষে ঈদ-উল ফিতরের নামাজ আদায় করেন ‌
জানতে চাইলে বলারদিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আজিম উদ্দিন মাস্টার জানান,প্রায় দুই যুগ ধরে উপজেলার শত শত মুসল্লিরা নামাজ আদায় করছেন। আমরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতরের ঈদের নামাজ আদায় করেছি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, প্রতিবছরের ন্যায় এ উপজেলায় চারটি স্থানে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকালেও সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে এ উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।এসময় সরিষাবাড়ী থানার পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় চারটি স্থানে উপস্থিত ছিলেন ‌।

Comments are closed, but trackbacks and pingbacks are open.